The news is by your side.

ইউকে-বাংলা প্রেসক্লা‌বের নির্বাচ‌নে ‌তাহের সভাপতি, মুনজের সম্পাদক

ইউকে-বাংলা প্রেসক্লা‌বের নির্বাচ‌নে ‌তাহের সভাপতি, মুনজের সম্পাদক
ইউকে-বাংলা প্রেসক্লা‌বের নির্বাচ‌নে ‌তাহের সভাপতি, মুনজের সম্পাদক

যুক্তরা‌জ্যে ব্রি‌টিশ বাংলা‌দেশি পেশাদার সাংবা‌দিক‌দের প্র‌তি‌নি‌ধিত্বশীল সংগঠন ইউকে-বাংলা প্রেসক্লা‌বের নির্বাচনে লন্ডন বিডি নিউজের উপদেষ্টা সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী সভাপতি ও বাংলা ট্রিবিউনের মুনজের আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রা‌তে পূর্ব লন্ড‌নের ভ্যালেন্স রোডের এক‌টি হ‌লে সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তে তারা নির্বাচিত হন।

প্রেসক্লা‌বের প্র‌তিষ্ঠাতা আহ্বায়ক ও এবা‌রের নির্বাচন প্রস্তু‌তি ক‌মি‌টির সমন্বয়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েবের সভাপ‌তি‌ত্বে সভা প‌রিচালনা ক‌রেন প্রস্তু‌তি ক‌মি‌টির সদস্য স‌চিব কে এম আবু তাহের চৌধুরী। সাধারণ সভা শে‌ষে দ্বিতীয় অধি‌বেশ‌নে ক্লা‌বের নির্বাচন প্রস্তু‌তি ক‌মি‌টির সব সদস্য ও সাধারণ সদস্যদের সর্বসম্মতিতে সভাপ‌তি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি কোষাধ্যাক্ষ প‌দে সাইদুল ইসলাম (আমাদের নতুন সময়) নির্বা‌চিত হন।

পরে প্রধান নির্বাচন ক‌মিশনার রেজা আহমদ ও অপর দুই নির্বাচন ক‌মিশনার স‌লি‌সিটর বিপ্লব কুমার পোদ্দার ও ব্যা‌রিস্টার আব্দুস শহীদ বিজয়ী‌দের নাম ঘোষণা ক‌রেন। আগামী ১৯ ডি‌সেম্বর নতুন কমিটির প্রথম সভায় অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করা হবে।

সাধারণ সভায় বক্তব্য রা‌খেন ক্লা‌বের অন্যতম প্র‌তিষ্ঠাতা ও বাংলা সংলাপের সম্পাদক মশা‌হিদ আলী, সময় টি‌ভির লন্ডন প্র‌তি‌নি‌ধি শো‌য়েব কবীর, দৈ‌নিক জাগরণের লন্ডন প্র‌তি‌নি‌ধি আব্দুর রশীদ, বাংলাভাষীর বি‌শেষ প্র‌তি‌নি‌ধি ফখরুল ইসলাম খসরু, ডেইলি মে‌ট্রোর আনাস চৌধুরী, ডেইলি সানের ওসমান মিয়া, খান জামাল নুরুল ইসলাম আফসর উদ্দীন, তা‌য়েদুল ইসলাম (একুশে জার্নাল), সৈয়দা না‌সিম কুইন প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে ব্রিটেনের সব সাংবাদিক ও সংশ্লিষ্ট সংগঠন‌কে সম্পৃক্ত ক‌রে তাদের স্বার্থরক্ষা, পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১২ সালে ইউকে-বাংলা প্রেসক্লাব প্র‌তি‌ষ্ঠিত হয়।

ইউকেবাংলাপ্রেসক্লাব/আইএইচই

Comments are closed.