The news is by your side.

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লন্ডনে বাংলাদেশিদের সমাবেশ

ইউক্রেনে রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রতিবাদে লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ

 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, হত্যা ও নিপীড়নের প্রতিবাদ জানালেন লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

শুক্রবার (১৮ মার্চ ) স্থানীয় সময় দুপুর ২টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে এ সমাবেশে দলমত নির্বিশেষে বাংলাদেশি কমিউনিটির শতাধিক মানুষ ও বিভিন্ন সংগঠন যোগ দেয়।

ব্রিটেনে বাংলাদেশি পেশাদার সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন ইউকে-বাংলা প্রেসক্লাব এই যুদ্ধ ও আগ্রাসনবিরোধী শান্তি সমাবেশের ডাক দেয়। প্রেসক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন— টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ,কাউন্সিলার ব্যারিস্টার নাজির আহমেদ, ব্যারিস্টার ইকবাল হোসেন, অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার,সাংবাদিক অলিউল্লাহ নোমান, মুক্তিযাদ্ধা এম এ আজিজ, ফজলুল করিম চৌধুরী, জিএসসি ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল মালিক কুটি ,অধ্যাপক আব্দুল কাদের সালেহ ,সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইউকে বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রশীদ ও ফখরুল ইসলাম খছরু, ট্রেজারার সাইদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মাহবুবুল করিম সুয়েদ,কমিউনিটি নেতা শফিক খান প্রমুখ।

সভাপতির বক্তব্যে কে এম আবু তাহের চৌধুরী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে হাজার হাজার নিরীহ নরনারী ও শিশু মারা যাচ্ছে। পারমাণবিক শক্তির অধিকারী শক্তিশালী একটি দেশের হাতে দুর্বল একটি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। লাখ লাখ লোক নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছে। ইউক্রেনে মানবতা আজ ভূ-লুণ্ঠিত। আমাদের চোখের সামনে সব কিছু ঘটছে। শিশু ও যুদ্ধাহতদের কান্নায় আকাশ-বাতাস ভারী হচ্ছে। মানবতার বিরুদ্ধে এই অন্যায়ের প্রতিবাদে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আজকের এই সমাবেশ।থ

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে ব্রিটেনে বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। বাংলাদেশি কমিউনিটির অনেক সংগঠন থাকলেও এখনও পর্যন্ত ডান বা বামপন্থী, রাজনৈতিক বা অরাজনৈতিক কোনও সংগঠনের পক্ষ থেকেই কোনও ধরনের প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়নি। তাই দায়িত্ববোধের জায়গা থেকেই ইউকে-বাংলা প্রেস ক্লাব আজকের এই যুদ্ধবিরোধী সমাবেশের ডাক দেয়।

Comments are closed.